How to Form Questions in English
How to Form Questions in English
কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়(How to Form Questions in English)
Step-1: Question Word= যে শব্দ ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরী করে থাকি।
Who?- কে, What?- কি, Where- কোথায়, How-কিভাবে, When- কখন etc..
যদি how long বা একের অধিক question word যুক্ত হয়ে question phrase গঠন করে। একই কাজ করে।
Step-2: Helping verb= am, is, are, was, were, do etc. সাহায্যকারী verb যা main verb কে সাহায্য করে। ( Step-2: Must be a helping verb)
Step-3: Subject: মানে প্রশ্নটা যাকে নিয়ে।
Can be about me, I, you, anyone.
Step-4: Main verb: play, dance, eat, sleep etc. ( Four steps must be in this sequence. = চারটি step এই ধারাবাহিকতায থাকতে হবে।
Example- 1. Where do you live?
2. What do you study?
Question word ছাড়াই প্রশ্ন তৈরী করা যায়।
Example: Do you like to teach?
= আপনি কি পড়াতে পছন্দ করেন?
- Yes, I do! = হ্যাঁ, আমি করি।
- No, I don't! = না, আমি করি না।
যে প্রশ্ন Yes/ No দিয়ে উত্তর দেওয়া যায় তাকে Closed Question বলে।
- Open Questions হলো এর বিপরীতটি -এগুলো Question Word দ্বারা শুরু হয়।
When did you go to Thailand?
= আপনি কখন থাইল্যা েন্ড
Where do you live?
= আপনি কোথায় বাস করেন ?
- এ ধরনের Question এ yes/no is not enough.
Open question= easily close হয়না।
Wh-question = যে wh- word প্রশ্নগুলো দ্বারা শুরু হয়।
For Example:
- Who are you going with?
= আপনি কার সঙ্গে যাচ্ছেন?
- What are you doing?
= আপনি কি করছেন?
- Where are you going?
= আপনি কোথায় যাচ্ছেন?
How question: যে Question গুলো how দ্বারা শুরু হয়।
How are you doing?
= আপনি কার সঙ্গে যাচ্ছেন ?
How are you going there?
= আপনি কোথায় যাচ্ছেন ?
Tag Question:
- You are hungry, aren't you?
= আপনি ক্ষুধার্ত, নন আপনি?
একটা Sentence কে Tag question করার নিয়ম-
- Are you coming to the party?
= আপনি কি পার্টিতে আসছেন?
- You are coming to the party.
= আপনি পার্টিতে আসছেন।
এবার উপরের দুটি Sentences কে combined করলে tag question হয়ে যায়।
- You're coming to the party, aren't you?
= আপনি পার্টিতে আসছেন, আসছেন না কি?
Spoken English এ দক্ষতা বৃদ্ধি করতে এখানে ক্লিক করুন...
আমাদের অন্য সাইট থেকে প্রডাক্ট ক্রয় করতে চাইলে এখানে ক্লিক করুন...